গুলশানে গুলিতে ইতালিয়ান নাগরিক নিহত
রাজধানীর গুলশানে গুলিতে এক ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাবেলা সিজার (৫০) নামে ওই ব্যাক্তি ঢাকায় নেদারল্যান্ডস ভিত্তিক আইসিসিও-বিডি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে নিহতের শরীরে প্রাথমিকভাবে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে একটি তার বাম হাতের কনুইয়ের উপর এবং অন্যটি পেটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উর্ধতন কর্মকর্তারা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।