বিশ্ব অঙ্গনে সাড়া জাগানো ইরানী ক্বারী মিনায় নিহত
মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকারী ইরানের বিশ্বনন্দিত যুবক ক্বারী মোহসেন হাজহাসানি করগার। গত জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক এই প্রতিযোগিতা।
ইরানের নিয়ম অনুযায়ী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়ার পুরস্কার হিসেবে তাকে হজ্বে পাঠানো হয়েছিল।
তার ভাই মোস্তাফা হাজহাসানি করগার জানিয়েছেন, তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে। এর আগে মোহসেন নিখোঁজ হয়েছেন বলে মনে করা হচ্ছিল। তার বয়স হয়েছিল মাত্র ২৫। তাঁর মৃত্যুতে কুরআনপ্রেমিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মোহসেনের অকাল মৃত্যু কুরআনপ্রেমিক মহল ও কুরআন তিলাওয়াতশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে।
মিনার মর্মান্তিক ঘটনার আগে পবিত্র কাবা ঘরের কাছে দাঁড়িয়ে তিনি তার মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছিলেন। সেই তিলাওয়াতসহ তার অন্য অনেক তিলাওয়াতের ভিডিও এখন কেবলই বেদনাময় মধুর স্মৃতি হয়ে থাকবে।
এই খ্যাতিমান ক্বারী ছাড়াও মিনার ঘটনায় নিহত হয়েছেন কুরআন ও ইসলামী কবিতা-ভিত্তিক ইরানের ইসলামী সঙ্গীত শিল্পী আমিন বাওয়ি। বাকির উল উলুম ইসলামী সঙ্গীত গোষ্ঠীর সদস্য এই শিল্পীও একজন যুবক হিসেবে অকালে বিদায় নিলেন ইসলামী সংস্কৃতির জগত থেকে।