বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ এখন ১০ বছর
বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। আর পাসপোর্ট ইস্যু ফি বাবদ ভ্যাটসহ ৬ হাজার ৩২৫ টাকা এবং জরুরি পাসপোর্ট ইস্যু ফি ১২ হাজার ৬৫০ টাকা করা হবে বলে জানা গেছে। আগামি মাসেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বর্তমানে ৫ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট ইস্যু ফি সাড়ে ৩ হাজার টাকা এবং জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ৬ হাজার ৯শ’ টাকা নেয়া হচ্ছে।
তবে পাসপোর্টের মেয়াদ ১০ বছরের পাশাপাশি ৫ বছর মেয়াদি পাসপোর্টও ইস্যু করা হবে। সেক্ষেত্রে বর্তমান ফি বহাল রাখা হতে পারে। ফি বাড়লেও নতুন পাসপোর্ট ৪৮ পাতারই থাকবে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর পক্ষ থেকে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হচ্ছিল। কারণ, এসব দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নের লক্ষ্যে পাসপোর্টের মেয়াদও বাড়ানোর প্রয়োজন হয়।