গরুর মাংস খাওয়ার গুজবে মুসলিমকে পিটিয়ে হত্যা
ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে মোহাম্মদ আখলাক নামে ৫০ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে গরুর মাংস খাওয়ার বিষয়টি গুজব বলে দাবি করেছে আখলাকের পরিবার। ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে সোমবার রাতে পিটিয়ে আর পাথর ছুড়ে হত্যা করা হয়। আখলাকের ২২ বছর বয়সী ছেলেও হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুজব ছড়ানোর জন্য দায়ীদের খুঁজছে পুলিশ।
আখলাকের পরিবার বলছে, তাদের ফ্রিজে তারা ছাগলের মাংস রেখেছিল, গরুর নয়। পুলিশ ওই মাংস পরীক্ষা করে দেখার জন্য জব্দ করেছে।