দেশে ফিরতে দেরি হবে খালেদা জিয়ার

Kaledaচলতি সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে ফেরার কথা থাকলেও চিকিৎসার জন্য তার দেশে ফিরতে দেরি হবে। যুক্তরাজ্য বিএনপি ও লন্ডনে অবস্থানরত দলের একাধিক নেতা সূত্রে এ তথ্য জানা যায়। এছাড়া খালেদা জিয়া কবে দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জমান রিপন গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। তার চিকিৎসা এখনো শুরু হয়নি। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। কবে নাগাদ ফিরতে পারেন সে সম্পর্কে কোনো ধারণা দিতেও পারেননি তিনি।
সূত্র জানায়, গতকাল বুধবার খালেদা জিয়ার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে পরদিন বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার চিকিৎসা শেষ না হওয়ার কারণে ফেরার সময় পেছানো হয়েছে। তিনি কবে দেশে ফিরবেন, তা সম্পূর্ণ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে বলে জানান তারা।
জানা গেছে, খালেদা জিয়ার দুই চোখের ছানি অপারেশন করাতে হবে। তবে দুই চোখের অপারেশন একসঙ্গে করা হবে না। এক চোখের অপারেশন করার সপ্তাহ খানেক পর অন্য চোখের অপারেশন করা হবে। মঙ্গলবার পর্যন্ত কোনো চোখের অপারেশন করা হয়নি বলে জানা গেছে। এছাড়া তিনি পায়ের চিকিৎসাও করাবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর লন্ডন সফরে যান খালেদা জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি দলীয় ও সেখানে অবস্থানরত বাংলাদেশীদের সাথেও মতবিনিময় করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button