যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের রোজবার্গ এলাকার উম্পকোয়া কমিউনিটি কলেজে বন্দুকধারীর গুলিতে ১০ নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পরপরই উম্পকোয়া কলেজের স্নিডার হল ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। ওই সময় তাদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে বন্দুকধারী নিহত হয়।
বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা এখনো বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেনি। হামলার কারণও উদঘাটিত হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সিবিএস, সিএনএন ও এনবিসির খবরে বলা হয়, হামলাকারীর নাম ক্রিস হারপার (২৬)।
সিএনএনের খবরে বলা হয়, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি হ্যান্ড গান ও একটি ‘লং গান’ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকবার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাস, সিনেমা হল, সামরিক ঘাঁটি, গির্জাসহ বিভিন্ন স্থাপনা। গত জুনেও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় নয়জন নিহত হন।