সিরিয়ায় ঢুকেছে শত শত ইরানি সেনা

Iranরাশিয়ার সাথে এবার সিরিয়া যুদ্ধে যোগ দিল ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ১০ দিনে শত শত ইরানি সেনা সিরিয়ায় প্রবেশ করেছে এবং শীঘ্র্রই সরকারি বাহিনী, হিজবুল্লাহ ও রাশিয়ান বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীর সাথে যোগদান করবে।
সিরিয়ার সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ একজন সংবাদদাতা জানিয়েছেন, ‘রাশিয়ান বিমান হামলার পাশাপাশি সিরিয়ান সেনাবাহিনী ও মিত্ররা স্থলযুদ্ধে অবতীর্ণ হবে।’
তিনি আরো বলেন, ‘আসন্ন স্থলযুদ্ধ ইদলিব ও হামার গ্রামগুলোতে হতে পারে।’
ওই সংবাদদাতা জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের হারানো ভূখণ্ড পুনুরুদ্ধার করাই এই হামলার উদ্দেশ্য।
সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের দখলকৃত ভূখণ্ড উদ্ধার করার জন্যই রাশিয়া ও আসাদের অন্য দুই প্রধান মিত্র ইরান ও হিজবুল্লাহর সমন্বয়ে সামরিক জোট গঠিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইরান এতদিন সামরিক পরামর্শ দিয়ে সিরিয়াকে সহায়তা করলেও এবারই প্রথম সরাসরি সেনা সহায়তা পাঠালো।
এছাড়াও ইরান ইরাকি ও আফগানদের নিয়ে ১টি শিয়া ইউনিট গঠন করেছে যারা সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা করবে।
ইরানের সহায়তাপুষ্ট লেবানিজ শিয়া সংগঠন হিজবুল্লাহ প্রথম থেকেই সিরীয় যুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে।
এদিকে সিরিয়ায় গত বুধবার থেকে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। গত প্রায় সাড়ে চার বছর যাবৎ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় যে মধ্যপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়ে আসাদের বিকল্প হিসেবে দাড় করাচ্ছিল তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। এতে সিরিয়া সংঘাত আরো জটিল হয়ে উঠতে পারে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরান সিরিয়ায় স্থলবাহিনী পাঠিয়েছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button