গুলিতে হত্যাকাণ্ড রুটিন হয়ে দাঁড়িয়েছে : ওবামা

Obamaযুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক ভিডিও বার্তায় বারাক ওবামা বলেন, এ ধরনের হত্যাকান্ড যেন রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অস্ত্র আইনের কড়াকড়ি আরোপের বিষয়টি আবারও সামনে এনে তিনি বলেছেন, হত্যা থামাতে প্রার্থনা যথেষ্ট নয়। খবর সিএনএনের।
নয়জন নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রেসিডেন্ট ওবামাও বলেছেন, আগ্নেয়াস্ত্রের উপর নিয়ন্ত্রণ জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, মানসিক বিকারগ্রস্ত লোকজন সব দেশেই আছে, যারা সব সময় অন্যের ক্ষতি করতে চায়। তবে আমরাই বোধহয় পৃথিবীতে একমাত্র দেশ, যেখানে কিছুদিন পরপর গুলি করে গণহারে মানুষ মারা হয়।
নয় জন নিহত হবার পর দেশে বন্দুক হাতে রাখার অধিকার নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে একের পর এক হত্যাকাণ্ডর জন্য আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকে অনেকে দায়ী করে। তবে আমেরিকার সব নাগরিকের আগ্নেয়াস্ত্র কেনা এবং ব্যবহারের সাংবিধানিক অধিকার রয়েছে। এ কারণে, বিশেষ করে রক্ষণশীল নাগরিকরা আগ্নেয়াস্ত্রের উপর কোন সরকারী নিয়ন্ত্রণ সমর্থন করে না। আগ্নেয়াস্ত্র বিরোধীরা বলেন, আমেরিকা সন্ত্রাস-বিরোধী অভিযানে কোটি কোটি ডলার খরচ করে। অথচ সন্ত্রাসী হামলায় যত না মার্কিন নাগরিক মারা যায়, তার চেয়ে অনেক বেশি মারা যায় দেশের ভেতরে বন্দুকধারীদের হাতে।
অরেগনে এ হত্যাকাণ্ড আগামী নির্বাচনের প্রচারণায়ও প্রতিধ্বনিত হচ্ছে। আগামী নির্বাচনে ডেমোক্রাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, একটি বিচার-বুদ্ধিসম্পন্ন অস্ত্র নিয়ন্ত্রণ পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। রিপাবলিকান প্রার্থী হতে চান বেন কারসন। তার মতে অস্ত্র নিয়ন্ত্রণ সঠিক কোনো ব্যবস্থা হতে পারে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button