গোল্ডস্মিথ কনজারভেটিভ পার্টির লন্ডনের মেয়র প্রার্থী
লন্ডনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন জ্যাক গোল্ডস্মিথ।
ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিতে আসা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমার ভাই গোল্ডস্মিথ বর্তমানে লন্ডনের রিচমন্ড পার্ক ও উত্তর কিংস্টোন থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য।
লন্ডনের মেয়র পদে দলীয় প্রার্থী নির্বাচনে করজারভেটিভ দলের নয় হাজার ২২৭ জন ভোট দেন। এর ৭০ শতাংশ ভোট পান গোল্ডস্মিথ।
লন্ডন অ্যাসেম্বলির সদস্য অ্যান্ড্রু বফ, এমইপি সৈয়দ কামাল এবং স্টিফেন গ্রিনহাল্গ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
এর আগে লন্ডনের মেয়র পদে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হন সাদিক খান। পাকিস্তানি এক বাস চালকের ছেলে সাদিক বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয়ের এমপি।
বর্তমান মেয়র বরিস জনসনের জায়গায় বসতে ২০১৬ সালের মে মাসে ভোটে লড়তে হবে প্রার্থীদের। নির্বাচনে গোল্ডস্মিথ ও সাদিক খানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা লন্ডনের বাসিন্দাদের অনেকের।
এই দু’জন ছাড়া মেয়র পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন ক্যারোলিন পিজিয়ন, গ্রিনের পক্ষে লড়বেন সিন ব্যেরি এবং ইউকেআইপির মনোনয়ন পেয়েছেন পিটার হুইটেল। সাবেক রেসপেক্ট এমপি জর্জ গ্যালওয়েও থাকছেন লন্ডনের মেয়র হওয়ার দৌড়ে।