মসজিদ নিয়ে মন্তব্য করে প্রার্থীতা প্রত্যাহার
মসজিদ নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়লেন কানাডার বৃটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া এলাকার মনোনীত এমপি প্রার্থী শেরিল থমাস।
লিবারেল প্রার্থী থমাস গত বুধবার তার ফেসবুক পোষ্টে মন্তব্য করেন- mosques “brainwashing stations, অর্থাৎ ‘মসজিদ হচ্ছে ব্রেইন ওয়াশিং ষ্টেশন’। তাঁর এই বক্তব্যে চারদিকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদের ঝড় ওঠে। আর এই প্রতিবাদের মুখে অবশেষে তিনি বাধ্য হলেন প্রার্থীতা প্রত্যাহার করতে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ডিসেস্বর সান্তাক্লজকে নিয়েও শেরিল থমাস আপত্তিকর মন্তব্য করেছিলেন- ‘Santa has to be white’। তা নিয়ে খৃষ্টান সম্প্রদায় ক্ষিপ্ত হয়েছিলো।