লিবিয়া উপকূল থেকে ৮৫ শরণার্থীর লাশ উদ্ধার
‘রেড ক্রিসেন্ট’ জানিয়েছেন, লিবিয়া উপকূলে থেকে ৫ দিনে ৮৫ শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ত্রিপোলী থেকে ৭৫ এবং রাজধানী থেকে ৭০ কিলোমিটার পশ্চিমের সাবরাতাহ থেকে আরো ১০ জনের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন সংস্থার লিবিয়ান মুখপাত্র মোহাম্মেদ আল-মিসরাতি।
এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা থেকে ২১২ জন শরণার্থীকেও তারা উদ্ধার করেছে বলে জানায় ‘রেড ক্রিসেন্ট’। তারা সবাই ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন তথ্যমতে, চলতি বছরের এ পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার শরণার্থী ভূ-মধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ৩ হাজার মানুষের মৃত্যু হয়।