চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন
চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। সোমবার তাদের নাম ঘোষণা করা হয়। এরা হলেন আইরিশ বংশোদ্ভূত উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের স্যাতোশি ওমুরা এবং চীনের তু ইউইউ। এই প্রথম চীনা কেউ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন।
গোলকৃমির সৃষ্ট ক্ষত নিরাময়ে নতুন ওষুধ আবিষ্কারের জন্য উইলিয়াম সি ক্যাম্পবেল ও স্যাতোশি ওমুরা এবং ম্যালেরিয়া-প্রতিরোধক থেরাপি আবিষ্কারের জন্য তু ইউইউ পুরস্কার পেলেন। এই দুটি রোগে লাখ লাখ লোকের মৃত্যু ঘটে।
মশা-বাহিত রোগেই প্রতি বছর সাড়ে চার লাখ লোক মারা যায়। এছাড়া আরো কয়েক কোটি লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।
অন্যদিকে প্রতিবছর বিপুলসংখ্যক লোক কৃমিতে আক্রান্ত হয়।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর উদ্ভাবন পৃথিবীর লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।