মেঘালয়ের ঝর্ণা দেখতে সিলেটে পর্যটকদের ভিড়
ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে বেয়ে আসা অপরুপ এক ঝর্ণা দেখতে এখন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তের গ্রাম পাংথুমাইয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
তবে অবকাঠামোগত নানা সমস্যায় কিছুটা অতৃপ্তি নিয়েই ফিরছেন তারা। ঘুরতে যাওয়া মানুষদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসনও।
ঝর্ণাটির অবস্থান ভারতে। তবে গোয়াইনঘাট সীমান্তে গেলে এপার বাংলা থেকেই দেখা যায় নয়নাভিরাম এই সৌন্দর্য। আর তা দেখতে সিলেট সদর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরের সীমান্তবর্তী পাংথুমাই গ্রামে ভিড় করে পর্যটকরা।
পাংথুমাই যাওয়ার জন্য পাকা সড়ক থাকলেও সেটি বেশ সরু, এ কারণে বড় গাড়ি যাওয়ার সুবিধা নেই। আবার সম্ভাব্য পর্যটন কেন্দ্র হলেও সেখানে ঘুরতে যাওয়া মানুষদের জন্য নেই অবকাঠামোগত সুযোগ সুবিধা।
পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানালেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান। স্থানীয়রা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন আর প্রচারের ব্যবস্থা হলে পাংথুমাই হতে পারে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র।