ফরাসী পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
সিরিয়া সংঘাত ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফেবিয়াস হুঁশিয়ার করে বলেছেন, সিরিয়ার যুদ্ধ ব্যাপকভিত্তিক ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে। সেটি যেন কোনভাবেই না হয়।
তিনি বলেন, একটি গৃহযুদ্ধ যেখানে রাশিয়া, ইরান ও যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক শক্তির সম্পৃক্ততায় আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে, সেখানে ধর্মীয় যুদ্ধের হুমকি থেকেই যায়।
গতকাল সোমবার তিনি বলেন, সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা অবশ্যই আইএস এবং এদের মতো অন্য সন্ত্রাসী গ্রুপগুলোর উপর হতে হবে। এই যুদ্ধে যদি এক পক্ষ শিয়াদের সমর্থন করে এবং অন্য পক্ষ সুন্নিদের সমর্থন দেয়, তাহলে তা ধর্মীয় যুদ্ধের মতো মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। যেমন দেশটিতে আসাদের পেছনে রয়েছে শিয়া অধ্যুষিত শক্তিশালী দেশ ইরান ও লেবাননভিত্তিক হিজবুল্লাহ’র। অন্যদিকে, সউদী আরব ও কাতারের মতো সুন্নি রাষ্ট্রসমূহ আসাদের বিরোধীতা করে ইসলামপন্থী যোদ্ধাদের সমর্থন দিয়ে যাচ্ছে। তারা মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে একত্রে আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়ছে। ফ্রান্স এর আগে ইরাকে আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৮ দিন আগে তারা আবার সিরিয়ায় এই গ্রুপটির বিরুদ্ধেই যুদ্ধ করছে।