ডিএনএ গবেষণা করে রসায়নে ৩ জনের নোবেল জয়
ডিএনএ পুনঃজীবনের ম্যাপ আবিষ্কার করে এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।
বুধবার তাদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
এ তিন বিজ্ঞানী হলেন- সুইডেনের টমাস লিনদাহল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ এবং তুরস্কের আজিজ স্যানকার।
নোবেল কর্তৃপক্ষ জানায়, কোষগুলোতে ডিএনএ কীভাবে পুনঃর্জীবিত হয় তার ম্যাপ আবিষ্কার করায় তাদেরকে নোবেল দেয়া হয়েছে।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক বিবৃতি বলেছে, জীবন্ত কোষ কীভাবে কাজ করে, গবেষণার মাধ্যমে এর প্রাথমিক জ্ঞান পাওয়া গেছে। ক্যানসার চিকিৎসার উন্নয়নে এ তিন বিজ্ঞানীর গবেষণা সুফল বয়ে আনবে।
এ বছর তৃতীয় ধাপে রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হলো। এর আগে সোমবার চিকিৎসা ও মঙ্গলবার পদার্থে পুরস্কার ঘোষণা করা হয়।
রসায়নে নোবেল পুরস্কারের মূল্যমান ৯ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এ অর্থ লিনদাহল, মডরিচ ও স্যানকারের মধ্যে সমান অংশে ভাগ করে দেয়া হবে।