কারাগারে যেতে প্রস্তুত স্নোডেন

Slodenরাশিয়ায় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে যেতে প্রস্তুত এডওয়ার্ড স্নোডেন। আর এজন্য মার্কিন সরকারের জবাবের অপেক্ষা করছেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) আড়িপাতার তথ্য ফাঁস করে আলোচনায় আসা স্নোডেন। এক সাক্ষাৎকারে স্নোডেন তার এই মনোভাবের কথা জানান বলে গতকাল বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে। স্নোডেন বলেন, ‘আমাকে অনেকবার রাশিয়ার নির্বাসিত জীবন ছেড়ে মার্কিন কারাগারে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তারা (মার্কিন কর্তৃপক্ষ) জানিয়েছে, আমার ওপর নির্যাতন চালানো হবে না। তবে এর বেশি কিছু আমরা জানতে পারিনি।’ স্নোডেন কিংবা তার আইনজীবীরা মার্কিন সরকারের সঙ্গে তার ফিরে আসার ব্যাপারে কোনো চুক্তি নিয়ে আলোচনা করেছে কিনা জানতে চাইলে স্নোডেন জানান, ‘মার্কিন কর্তৃপক্ষ আমাদের ফের তলব করবে বলে অপেক্ষায় আছি।’ তবে কত দিন তাকে কারাগারে থাকার প্রস্তাব দেয়া হয়েছে তা জানাননি স্নোডেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ন্যায়সংগত নয় বলেও মনে করেন স্নোডেন। এনএসএর আড়িপাতার গোপন তথ্য সামনে আনার সিদ্ধান্ত ভুল ছিল না বলেই মনে করেন স্নোডেন। এমনকি এজন্য কোনো দুঃখবোধও নেই তার। এদিকে মার্কিন কর্তৃপক্ষ অনেক দিন ধরেই বলে আসছে, তারা স্নোডেনের ফিরে আসার ব্যাপারে তার সঙ্গে চুক্তি করতে প্রস্তুত। তবে দুই পক্ষের মধ্যে একটি সমবোঝতায় পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং। বর্তমানে সাময়িকভারে রাশিয়ার আশ্রয়ে রয়েছেন স্নোডেন। এনএসএ ছাড়াও একসময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে ঠিকাদার হিসেবে কাজ করতেন স্নোডেন। কাজ করতে গিয়ে এনএসএর গোপন নজরদারি কর্মসূচি সম্পর্কে জানতে পারেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button