ব্রিটিশ ব্যবসায়ীর মরদেহ নিয়ে বিভ্রান্তি
ব্রিটিশ ব্যবসায়ী রানজিত সিং পাওয়ার গত মে মাসে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ হিসেবে যুক্তরাজ্যে যে মরদেহ পাঠিয়েছে ভারতের পাঞ্জাব পুলিশ, সেটা রানজিত সিং পাওয়ারের মরদেহ না বলে জানিয়েছে তার মেয়ে।
৫৪ বছর বয়সী এই হোটেল ব্যবসায়ীকে সর্বশেষ দেখা যায় পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে মে মাসের ৮ তারিখে।
এর আগে পুলিশ বলেছে, তাকে হত্যার কথা স্বীকার করেন ট্যাক্সি ড্রাইভার সুখদেব সিং।
পাওয়ারের মেয়ে বিবিসিকে বলেছেন তার দাঁত এবং ডিএনএ তার পরিবারের নমুনার সাথে মেলেনি।
পাওয়ারের মরদেহ একটি লেকের পাশে বিকৃত অবস্থায় পাওয়া যায়। তাদের একজন পারিবারিক বন্ধু তার মরদেহটি জুন মাসে শনাক্ত করেন এবং সেসময় তিনি বলেছিলেন পাওয়ারের শারীরিক গঠন একই রকম ও হাতে যে বালা পরতেন সেটাই ছিল।
পাঞ্জাব পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলছেন তার ডিএনএ নমুনা পরীক্ষা করা এবং ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে সনাক্ত করার পর তারা মরদেহটি লন্ডনে পাঠিয়েছেন।
এদিকে প্রয়াত পাওয়ারের মেয়ে বিবিসিকে বলেছেন মরদেহটি তার বাবার নয় এবং এখন এই মরদেহটি কি করা হবে সেটার দায়িত্ব যুক্তরাজ্য কর্তৃপক্ষের। -বিবিসি