ফেসবুকে ‘ডিজলাইক বাটন’ চালু
ফেসবুকে চালু হয়েছে ‘ডিজলাইক বাটন’। আপাতত পরীক্ষামূলকভাবে স্পেন ও আয়ারল্যান্ডের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।
তবে ‘ডিজলাইক’ বাটন হিসেবে ফিচারটি চালু হওয়ার গুজব শোনা গেলেও শুধুমাত্র ‘ডিজলাইক’ বা অপছন্দনীয় হিসেবে এটি চালু করা হয়নি। বরং কোনো স্ট্যাটাসে লাইকের বিপরীতে মনের ভাব প্রকাশের জন্য বেশ কয়েকটি ইমোটিকন চালু করা হয়েছে।
ব্যবহারকারীরা তাদের নিউজফিডে কোনো স্ট্যাটাসে আগের লাইক বাটনে ক্লিক করলে লাইক, লাভ, হাহা, ইয়া, ওয়াও, স্যাড ও অ্যাংরি ইমোটিকন দেখতে পাবে। তখন সেই স্ট্যাটাস সম্পর্কে তার মনের ভাবটি জানিয়ে দিতে পারবে।