সিরিয়ার পদক্ষেপ ব্যর্থ হলে সর্বাত্মক যুদ্ধের সতর্কতা ওঁলাদের
সিরিয়ায় পশ্চিমা পদক্ষেপ ব্যর্থ হলে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
ইউরোপীয় পার্লামেন্টে দেয়া ভাষণে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইউরোপিয়ান নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা নিয়ে ইউরোপ উদ্বিগ্ন। পশ্চিমাদের চলমান পদক্ষেপই দীর্ঘ সময়ের জন্য এ অঞ্চলের ভারসাম্য নির্ধারণ করবে।
যদি আমরা এ অঞ্চলের শিয়া ও সুন্নিদের মধ্যে ধর্মীও সংঘাতকে প্রশ্রয় দেই তবে তা আরো বৃদ্ধি পাবে, এটা মনে করার কারণ নেই যে আমরা নিরাপদ থাকবো, এটা সর্বাত্মক যুদ্ধে রূপ নেবে, বলেন ওঁলাদ। তিনি সিরিয়ায় আসাদের সমর্থনে রাশিয়ার বিমান হামলার নিন্দা জানান। ওঁলাদ বলেন, আমাদের সম্মিলিতভাবে সিরিয়া পুনর্গঠনে কাজ করতে হবে এবং সেখানে একটি রাজনৈতিক ভবিষ্যৎ গতে তুলতে হবে যা দেশটির জনগণকে বাশারের বিকল্প নেতৃত্ব উপস্থাপন করবে।