তুরস্ককে রক্ষায় সৈন্য পাঠাতে প্রস্তুত ন্যাটো

রাশিয়ার সাথে সম্পর্কে ইতি টানার হুমকি এরদোগানের

Erduganতুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের অন্যতম ব্যবসায়িক মিত্র রাশিয়াকে এবার সরাসরি হুমকি দিয়ে বসলেন। রাশিয়া যদি সিরিয়ায় তাদের সামরিক হস্তক্ষেপ বন্ধ না করে তাহলে দেশটির সাথে কৌশলগত ব্যবসায়িক সম্পর্কে ইতি টানতে তুরস্ক বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।তুরস্ক রাশিয়ার বিভিন্ন পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। সম্প্রতি দুই দেশের মধ্যে দুটি মেগা প্রজেক্টের কাজ চলছে। এর একটি হচ্ছে, তুরস্কে ২০ বিলিয়ন ডলার বাজেটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এবং অন্যটি টার্কস্ট্রিম, যেটির মাধ্যমে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারকে পরিণত হবে তুরস্ক।
বুধবার জাপান সফর শুরুর আগে সাংবাদিকদেরকে এই দুই প্রজেক্টের বিষয়ে সরাসরি এরদোগান বলেন, প্রাকৃতিক গ্যাস আমদানি করার অনেক বিকল্প আমাদের হাতে আছে আর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও অন্যদেশ তৈরি করে দিতে পারবে। এরদোগান বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে রাশিয়ার উচিৎ। যদি তারা আকিয়ু পারমাণবিক প্রকল্পের কাজ না করে তাহলে অন্যরা এটি বানিয়ে দেবে। তুরস্ককে হারানো রাশিয়ার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।’
গত ৩ এ ৪ অক্টোবর রাশিয়ান ফাইটার জেট কর্তৃক দুইবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের পর তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন। তিনি আরো বলেন, রাশিয়ার পক্ষ থেকে আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় দেয়া ব্যাখ্যা আমরা গ্রহণযোগ্য বলে মানতে পারছি না।
তুরস্ককে রক্ষায় সৈন্য পাঠাতে প্রস্তুত ন্যাটো:
এদিকে সিরিয়ায় রাশিয়ান সৈন্যদের উপস্থিতি বৃদ্ধি এবং পর পর দুইবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইউরোপিয়ান দেশগুলোর সামরিক জোট ন্যাটো তার সদস্য দেশটিকে ‘রক্ষায়› প্রস্তুত বলে জানিয়েছে। গতকাল ন্যাটো সেক্রেটারি জেন্স স্টলটেনবার্গ বলেছেন, তুরস্ককে ‘যে কোন ধরনের হুমকি’ থেকে রক্ষায় জোট প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে তুরস্কে ন্যাটো সৈন্যদের পাঠানোর প্রস্তুতিও নেয়া হয়েছে।প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা সক্রিয় করার আহ্বান তুরস্কেরঅপরদিকে গতকাল তুরস্ক ন্যাটোর প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে জোটের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, সিরিয়া থেকে ছোঁড়া রকেট হামলা ঠেকাতে এটি প্রয়োজন। ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের জমায়েতে তুরস্কের ন্যাটো-প্রতিনিধি এ আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button