হজ্বকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়

Turkyচলতি বছরের হজ চলাকালীন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষের পরিকল্পন ও সংগঠনের প্রশংসা করেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএল)।
এমডব্লিউএল’র সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ বিন আব্দুল মহসিন আল তুর্কি মিনা ট্রাজেডি ও মক্কায় ক্রেন দুর্ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করায় ইরানের কঠোর সমালোচনা করেন।
বিশ্ব হজ প্রতিনিধি গ্রুপের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পবিত্র কুরআন ও রসূল সা. এর শিক্ষা অনুযায়ী হজ এমন একটি আয়োজন যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষকে একত্রিত হওয়ায় সুযোগ তৈরি করে।
বাদশাহ সালমানের নেতৃত্বে পবিত্র স্থাপনাসমূহের সম্প্রসারণে সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, হাজীদের সহজে ও নিরাপদে হজ পালন নিশ্চিত করতে সৌদি সরকার বহু স্বেচ্ছাসেবক নিয়োগ, কারিগরি সহায়তা ও বিভিন্ন উপকরণের ব্যবস্থা করেছে।
তিনি বলেন, হজ প্রতিনিধি গ্রুপের নেতৃবৃৃন্দ একটি বিষয়ে একমত হয়েছেন যে, হজ কখনই রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া উচিত নয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি গ্রুপের নেতৃবৃন্দ সৌদি সরকারকে সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button