সৌদি আরবে নতুন আকামা দেয়া হবে ১৫ অক্টোবর থেকে
সৌদি আরবে অভিবাসীদের জন্য পাঁচ বছর মেয়াদি নতুন আকামা দেয়া হবে আগামী ১৫ অক্টোবর থেকে। নতুন হিজরি বর্ষের প্রথম দিন থেকে নতুন এ আকামা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতে ‘আকামা’ শব্দের বদলে লেখা থাকবে ‘রেসিডেন্ট আইডেন্টিটি’ বা বসবাসকারী পরিচয়।
দেশটির পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিবাসী ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর অনলাইনে তা নবায়ন করতে হবে। নবায়নের জন্য পাসপোর্ট বিভাগের কার্যালয়গুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নবায়নকৃত কার্ড বিতরণ করা হবে কুরিয়ারের মাধ্যমে। নবায়ন করা হলে, স্পন্সরশিপ বদল হলে বা প্রথমবারের মতো অনুমোদন দেয়ার ক্ষেত্রে পুরোনো কার্ডের বদলে নতুন কার্ড দেয়া হবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুরোনো কার্ডগুলো কার্যকর থাকবে মাত্র এক বছর। নতুন কার্ডগুলো ‘আবশির’ বা ‘মুকিম’ সেবাগুলোর মাধ্যমে ইলেক্ট্রনিক্যালি নবায়ন করা যাবে। জালিয়াতি ঠেকাতে নতুন কার্ডে ম্যাগনেটিক স্ট্রিপ থাকবে। আর কার্ডের ওপর মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ থাকবে না। বিদ্যমান বাৎসরিক ফি বলবৎ থাকবে।