জার্সির দাম ২ লাখ পাউন্ড !
ব্রিটেনে একটি জার্সি এক লাখ ৮০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাড়াবাড়ি বলে মনে হলেও এটাই সত্যি। আসলে জার্সিটি ১১০ বছরের পুরনো। গত শুক্রবার কালো রঙের রাগবি জার্সিটি নিলামে বিক্রি হয়।
১৯০৫ সালে ব্রিটেনে এক ম্যাচের সময় ওয়েলসের অধিনায়ক গৌয়িন নিকোলসকে জার্সিটি দিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ডেভিড গালাহার। নিকোলস জার্সিটি লন্ড্রিতে দেন। সেখান থেকে জার্সিটি চলে যায় থমাস মাহোনির কাছে। তার পরিবার সেই সময় থেকে জার্সিটি সযত্নে রেখে দেয়।
জার্সিটি নিলামে তোলে কার্ডিফে অবস্থিত ডেভিড রজার্স জোন্স অ্যান্ড কোং প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, নিলাম ৩৫ হাজার পাউন্ড দিয়ে শুরু হয়। কিন্তু ১০ মিনিটের মধ্যে এটির দাম এক লাখ ৮০ হাজার পাউন্ডে উঠে যায়। আমরা আশা করেছিলাম আগের রাগবি জার্সি বিক্রির রেকর্ডটি (২২ হাজার পাউন্ড) ভাঙতে পারব এবং সেটাই হয়েছে।
নিউজিল্যান্ডের অধিনায়ক ডেভিড গালাহার ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। কিন্তু যুদ্ধে তিনি বেলজিয়ামে মারা যান। খবর: বিবিসি।