হেফাজতের দোয়া দিবস শুক্রবার
আগামী ৩০ আগস্ট শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এ কর্মসূচি পালনের পর শীঘ্রই সংগঠনটির আমীর আল্লামা শফী ১৩ দফা দাবি বাস্তবায়নে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সোমবার এক বিবৃতিতে এ কথা জানান হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের তাওহিদী জনতার মাঝে যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী সরকারের প্রপাগান্ডা ও অপপ্রচার এই ঐক্যের ভীতকে এক চুলও নড়াতে পারবে না।
মুফতী ফয়জুল্লাহ বলেন, শুক্রবার দেশব্যাপী দুআ দিবস পালনের মাধ্যমেই হেফাজতের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হবে। শীঘ্রই উলামা সম্মেলনের মাধ্যমে আল্লামা শফী পরবর্তী কর্মসূচির ঘোষণা দিবেন।
অধিকারের সেক্রেটারি আদিলুর ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে এই হেফাজত নেতা বলেন, মানবাধিকার ও গণমাধ্যমের টুটি চেপে ধরে ৫ মে গণহত্যার তথ্য প্রমাণ গায়েব করা যাবে না। আমাদের কাছে সকল তথ্য প্রমাণই সংরক্ষিত আছে। আগামীতে এসব তথ্য প্রমাণ দিয়েই স্বৈরাচারীদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।