লোভই মানুষের শত্রু : হকিং
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, যন্ত্রসভ্যতা বা যন্ত্রমানব নয়, মানুষের লোভই সভ্যতার সবচেয়ে বড় শত্রু। তিনি বলেন, যন্ত্রসভ্যতার ফলে যন্ত্রের মালিকরা দ্রুত মুনাফা লাভ করবে ও অর্থনৈতিক অসাম্য তৈরি হবে। এজন্য রোবট বা যন্ত্রমানব নয়, দায়ী হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফার প্রতি মানুষের লোভ।
হকিং বলেন, ‘আমরা যা চাই তার সবই যদি যন্ত্র দিতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কতটুকু পণ্য আসলে বণ্টন করা হবে। যদি যন্ত্র উৎপাদিত পণ্যের সমবণ্টন হয় তাহলে সবাই আয়েশি জীবনযাপন করতে পারবে। আর যদি মানুষ সেই পণ্য বা সম্পদের সমবণ্টন না করে তাহলে এক শ্রেণীর মানুষ গরীবই থেকে যাবে। এই যন্ত্রচালিত যুগে সম্পদের বণ্টন নিয়ে মানুষের চিন্তা-ভাবনাই বৈষম্য তৈরি করে।’
তিনি আরও বলেন, যন্ত্রসভ্যতার যুগে যন্ত্রের মালিকরা নয়া বুর্জোয়া হিসেবে আবির্ভূত হবে। ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ধনীদের অর্থ যত দ্রুত বাড়ে, শ্রমিক শ্রেণীর মজুরি তত দ্রুত বৃদ্ধি পায় না। ফলে অর্থনৈতিক অসাম্য অনিবার্য হয়ে পড়ে।