অ্যাসাঞ্জের পাহারা তুলে নিল ব্রিটিশ পুলিশ
লন্ডনে ইকুয়েডর দূতাবাসের বাইরে জুলিয়ান অ্যাসাঞ্জের পাহারায় বসানো পুলিশ পাহারা তুলে নিয়েছে ব্রিটেন। গতকাল সোমবার লন্ডন পুলিশ জানিয়েছে, পাহারা তুলে নিলেও উইকিলিকস প্রতিষ্ঠাতা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য নজরদারি আরও কঠোর করা হবে। ২০১২ সাল থেকে এই দূতাবাসে আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ।
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এ খবর নিশ্চিত করে জানিয়েছে, তারা আবারও ইকুয়েডরের দূতকে তলব করে তাদের গভীর হতাশা ব্যক্ত করেছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানায়, দূতাবাসের বাইরে থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। তবে অ্যাসাঞ্জকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। দূতাবাসের বাইরে তাকে পেলেই গ্রেফতার করা হবে। যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন। তার আশঙ্কা. দেশটি তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।