সৌদিতে ব্রিটিশ নাগরিককে বেত্রাঘাতের নির্দেশ
গাড়িতে মদ বহনের অভিযোগে কার্ল অ্যান্ড্রি নামে একজন ব্রিটিশ নাগরিককে ৩৬০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে সৌদি আরবের একটি আদালত। এদিকে, এই সাজা ভোগ করলে কার্লের মৃত্যু হতে পারে বলে তার পরিবারের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
ওই অভিযোগে ৭৪ বছর বয়সী কার্ল সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এক বছরের বেশি সময় কারাভোগ করেন। তার মেয়ে কার্স্টেন পিরোথ বলেন, ‘বাবা ক্যান্সারে ভুগছেন। বেত্রাঘাতের শাস্তির পর তিনি হয়তো বাঁচবেন না।’
কার্লের এক বছরের কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় এবং বয়স ও স্বাস্থ্যগত কারণে তাকে বেত্রাঘাতের শাস্তি নাও দেয়া হতে পারে।
এদিকে, ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যত দ্রুত সম্ভব কার্লের মুক্তির চেষ্টা করা হচ্ছে।’