প্রধান আসামি কামরুলকে নিয়ে দেশে ফিরেছে পুলিশ
সিলেটে পৈশাচিক নির্যাতনে শিশু রাজন খুনের বহুল আলোচিত মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ঢাকায় ফিরিয়ে এনেছে পুলিশের বিশেষ টিম। বৃহস্পতিবার দুপুর ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশের ৩ কর্মকর্তা কামরুল ইসলামকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সৌদি আরবের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গত ১২ অক্টোবর কামরুলকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন সৌদি আরব যান।
পরে সৌদিতে আটক কামরুলকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে সৌদি কর্তৃপক্ষ।
৮ জুলাই ভোরে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে রাজনকে হত্যার পরপরই কামরুল সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর সেখানে ধরা পড়ে।