মানবসম্পদ উন্নয়ন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

Atiur Rahmanবাংলাদেশ ব্যাংকের গর্বনর ড. আতিউর রহমান বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে ‘গুলীবিদ্ধ’ হয়েছি। মানবসম্পদ ও প্রযুক্তিগত উন্নয়ন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘দ্য ইমার্জিং মার্কেটস’ এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গর্বনর নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. আতিউর রহমান বলেন, এই পুরস্কার একদিনে অর্জন হয়নি। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। মাঝে মাঝে গুলীবিদ্ধ (সমালোচনা) হয়েছি, আহত হয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমি যখন বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছি তখন আমার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা ছিল না। মানবসম্পদ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করা আমার জন্য সবচেয়ে বড় বিষয় ছিল। এই কারণে আমরা প্রচুর তরুণ দক্ষকর্মী নিয়োগ দিয়েছি। তারা বেশ ভাল কাজ করছে। আমি বিশ্বাস করি, তারা আগামী দিনে বাংলাদেশ ব্যাংকে নেতৃত্ব দেবে। এ ছাড়া গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংকে প্রযুক্তি উৎকর্ষতা ঘটেছে।
গবর্নর বলেন, বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশানে বিপ্লব হয়েছে। খেটে খাওয়া প্রান্তিক মানুষকে অর্থনীতির মূল স্রোতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কনভেশনাল মুদ্রানীতি প্রণয়নের পাশাপাশি নন-কনভেনশনাল ব্যাংকিং মনোযোগ দিয়েছি। এ ছাড়া ব্যাংকিং সুপারভিশন আমরা কঠোরভাবে পরিপালন করেছি, যার সামগ্রিক ফলাফল এই পুরস্কার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button