নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণ চেয়ে নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে বাংলাদেশ সরকার। শুনানি ২ থেকে ৬ নবেম্বর।
শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার শুনানি হবে আগামী ২ থেকে ৬ নবেম্বর। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রের ক্ষতি আদায়ের জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কানাডীয় কোম্পানি নাইকোর অদক্ষতা ও দায়িত্বহীনতার জন্যই টেংরাটিলার এ ভয়ঙ্কর ঘটনা ঘটে। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণের কারনে ৫০ হাজার কোটি টাকার গ্যাস পুড়ে গেছে। ১৯৯৭ সালের ১৪ জুন মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি অক্সিডেন্টাল এখনও এর জন্য কোন ক্ষতিপূরণ দেয়নি।