সৌদী আরবে গৃহপরিচারিকার সংকট নিরসনে ৭ লাখ ভিসা
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় গৃহপরিচারিকাদের নিয়ে যে কালোবাজার চলছে তা বন্ধ করতে চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে অধিক হারে গৃহপরিচারিকা সংগ্রর্হে জন্য ১০টি নতুন রিক্রুটমেন্ট কোম্পানীকে অনুমতি দেবে। মন্ত্রণালয় জানায়, গৃহপরিচারিকাসহ বিদেশী কর্মী সংগ্রহের জন্য এই নতুন ১০টি কোম্পানীকে ৭ লাখ ভিসা দেয়া হবে। নতুন রিক্রুটমেন্ট কোম্পানীর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়। বৈঠকে গৃহপরিচারিকাদের জন্য নতুন করে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা বরাদ্দ দেয়া হবে বলে জানানো হয়। যত দ্রুত সম্ভব প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থাপনার গতি বাড়ানোর জন্য মন্ত্রণালয় কোম্পানীগুলোর প্রতি আহ্বান জানায়।
এই উদ্যোগ কালোবাজারে গৃহপরিচারিকা সংগ্রহের পরিবর্তে বৈধভাবে পেতে সৌদি নাগরিকদের সাহায্য করবে। কালোবাজারির কারণে সম্প্রতি গৃহপরিচারিকাদের মজুরি অনেক বেড়ে গেছে। কোম্পনীগুলো মাসিক দেড়হাজার রিয়ালে গৃহপরিচারিকা সরবরাহ করতে সম্মত হয়েছে। তারা বলেছে. গৃহকর্মীদের ভিসা, ইকামা ও চিকিৎসার জন্য কোন অর্থ দিতে হবে না। তারা সাপ্তাহিক বিরতির দিন কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দিতেও সম্মত হয়েছে।