ভ্যাট নিয়ে সম্মানজনক সমাধান হবে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুই নাগরিক হত্যার ঘটনা নাথিং ফর বাংলাদেশেজ ইকোনমি (বাংলাদেশের অর্থনীতির জন্য দুই বিদেশি হত্যার ঘটনা কিছুই নয়)। আমেরিকায় তার চেয়ে বেশি বাংলাদেশি খুন হয়।
রবিবার দুপুর ১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিদেশে প্রায় এক মাসের সফর শেষে দেশে ফিরে এই প্রথমবার অর্থমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হলেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি বিশ্বব্যাংকের সদর দপ্তর পরিদর্শন করেন।
তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত করার সমালোচনা করে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মার্কিন নীতি একাত্তরেও বাংলাদেশের পক্ষে ছিল না, এখনো না। তিনি বলেন, বিশ্বব্যাংকের কাছে আমরা ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার চেয়েছি।
সংবাদ সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও অর্থসচিব মাহবুব আহমেদ উপস্থিত ছিলেন।