সূর্যে ধরা পড়ল ৫০ পৃথিবীর সমান গর্ত !
সূর্যে বিরাট বড় গর্তের সন্ধান পেল নাসা। আরো ভাল করে বললে নাসার স্পেসক্রাফট। গত ১০ অক্টোবর একটি ছবি তুলেছে। যে ছবিতে দেখা যাচ্ছে সূর্যের মধ্যে একটি বিরাট গর্ত দেখা যাচ্ছে।
প্রশ্ন জাগতে পারে গর্তটা ঠিক কত বড়? নাসার পক্ষ থেকে জানায়, অন্তত ৫০টি পৃথিবীর সমান! আর ওই গর্তের উপরে বিশাল বড় বড় আগুনের লেলিহান শিখা উঠছে।
সেটাও সূর্য থেকে অন্তত ৮০০ কিলোমিটার উপর পর্যন্ত ধেয়ে আসছে প্রতি সেকেণ্ডে।
এখন পর্যন্ত আগুনের শিখা যতটা উপরে উঠছে, তাতে ভয়ের বিশেষ কারণ নেই। কিন্তু বিজ্ঞানীরা পরিষ্কার করে বলে দিয়েছেন যে, আগুনের শিখা আরো উপরে উঠলে পৃথিবীর অনেক স্যাটেলাইটই ধ্বংস হয়ে যাবে।