সাদেক হোসেন খোকার ১৩ বছর কারাদন্ড
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে ১৩ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১১ লাখ টাকা জরিমানা এবং সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়। এ ছাড়া জরিমানা অনাদায়ে আরো ১৩ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই রায় ঘোষণা করেন। সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছিলেন আদালত। এর আগে এই মামলায় দুদকের পক্ষে আদালত ৪২ জন সাক্ষী সাক্ষ্য দেন।
২০১৪ সালের ৩০ অক্টোবর বিএনপির এই নেতাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন।
দুদক সম্পদের তদন্তের পর ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এই মামলা দায়ের করে।
২০০৮ সালের ১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করা এই মামলা হাইকোর্টে সাদেক হোসেন খোকার মামলা বাতিলের আবেদনের কারণে দীর্ঘদিন নিম্ন আদালতের বিচার কার্যক্রম স্থগিত ছিল।