ইউরোপে বর্ণবৈষম্যের শিকার সৌদি শিক্ষার্থীরা
ইউরোপের ছয়টি রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায়ই বর্ণবৈষম্যের আচরণের শিকার হচ্ছে সৌদি শিক্ষার্থীরা। অস্ট্রিয়ায় সৌদি কালচারাল এটাকে আলি বিন আব্দুল্লাহ বিন সাকার জানান অস্ট্রিয়া, হাঙ্গেরী, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, রোমানিয়া ও স্লোভেনিয়ায় বর্ণবৈষম্যের ঘটনা ঘটছে।
এসব রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৬০০ সৌদি শিক্ষার্থী রয়েছে, যারা এই বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছে।
তিনি জানান, তাছাড়া সৌদি শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সমস্যাও বটে। তিনি সৌদি শিক্ষর্থীদের বিক্ষোভ, প্রতিবাদ এবং যেসব স্থানে তারা বিপদের সম্মুখীন হতে পারে সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সাকার বলেন যখন এ ধরনের কোনো সমস্যা হয়, তখন সৌদি দূতাবাস ও সাংস্কৃতিক কার্যালয় তা সমাধান করে।
সম্প্রতি চেক রিপাবলিক শিক্ষার্থীদের বসবাসের অনুমতি প্রদান ও ভিসা নবায়নে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সৌদি দূতাবাস বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে জানান সাকার।
ইউরোপের বিভিন্ন দেশের কট্টর দক্ষিণপন্থী দলগুলো মনে করে ইউরোপে ইসলামীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেভাবেই হোক এটা ঠেকাতে হবে। কট্টর দক্ষিণপন্থীদের এই শক্তিবৃদ্ধির প্রচেষ্টায় শঙ্কিত ইউরোপের বর্ণবাদবিরোধী গোষ্ঠীগুলো।