হাতি সংরক্ষণে প্রিন্স উইলিয়াম

Prince Wiliamব্রিটেনের প্রিন্স উইলিয়াম বিশ্বের অবশিষ্ট হাতি সংরক্ষণে ওষুধ ও অলংকারে হাতির দাঁত ও অন্যান্য প্রাণীর সামগ্রীর ব্যবহার বর্জনে চীনের বাসিন্দাদের প্রতি সরাসরি আহবান জানিয়েছেন।
চীন হাতির দাঁতের বড় ভোক্তা দেশ এবং গজদাঁতের চাহিদা হাতির সংখ্যা হ্রাসের পাশাপাশি বিলুপ্তির আশঙ্কা তৈরি করছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন। তার এ সফরকালে উইলিয়াম জনপ্রিয় চীনা টেলিভিশন শো ‘লেটস টক’র জন্য একটি বার্তা রেকর্ড করেন।
উইলিয়াম সোমবার বলেন, ‘আমার জন্মের পর ৩৩ বছরে আমরা ৭০ শতাংশ আফ্রিকান হাতি হারিয়েছি। অবশিষ্ট যা আছে তাদের মধ্যে প্রতিবছর ২০ হাজার করে মারা হচ্ছে । অর্থাৎ প্রতিদিনই ৫৪ টি মারা হচ্ছে।
তিনি বলেন, ‘আমার মেয়ে শার্লটের মতো এ বছর যেসব শিশুর জন্ম তারা তাদের ২৫ তম জন্মদিনের আগে শেষ বন্য হাতি ও গন্ডার দেখবে।’
চীনের সাবেক বাস্কেটবল তারকা ইয়াও মিং ও সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামের পাশাপাশি উইলিয়াম হাতির দাঁতের ব্যবসা বন্ধে প্রচারণা চালাচ্ছেন।
উইলিয়াম পরিশেষে বলেন, ‘আমি মনে করি, বন্যপ্রাণী সুরক্ষায় চীন বিশ্বনেতার ভূমিকা পালন করতে পারে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button