লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর আবারো হামলা

Shamsuddinবাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক লন্ডনে ফের হামলার শিকার হয়েছেন। এর আগে ২০১২ সালেও লন্ডনেই অজ্ঞাতনামা দুই যুবকের হামলার শিকার হয়েছিলেন তিনি।
স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে বাসায় যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গা পূজার একটি মণ্ডপে যান বিচারপতি শামসুদ্দিন। এ সময় তার মেয়েও তার সঙ্গে ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন। যুক্তরাজ্যে তার নিজের বাড়িও আছে লন্ডনে।
ইয়র্ক হল থেকে বেরিয়ে তারা গাড়িতে ওঠার আগে হামলার শিকার হন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মেয়ে লিখেছেন, হঠাৎ একজন তার বাবার কাছে এসে জানতে চান তিনিই শামসুদ্দিন চৌধুরী মানিক কি না। জবাব না দিলে তিনি মারধর শুরু করেন।
এরপর আরো কয়েজন এসে হামলায় যোগ দেন এবং বিচারপতি শামসুদ্দিনের মোবাইল ফোন কেড়ে নেন। মেয়ে ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের লাথি আর ঘুষিতে এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তায় পড়ে যান।
এর আগে, ২০১২ সালের ২৭ জুন ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালেও অজ্ঞাতপরিচয়ের দুই বাঙালি যুবক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা চালিয়েছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button