শিক্ষা ব্যবস্থা : ইসলাম কেন প্রয়োজন

জান্নাতুল ফেরদৌস :
জাতি হিসেবে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তার চেয়ে বড় পরিচয় আমরা মুসলিম এবং আমাদের ধর্ম ইসলাম যার আভিধানিক অর্থ “শান্তি”। আমাদের পরিচয়টা আরও শ্রেষ্ঠতর হয়ে ওঠে যখন আমরা ভাবি আমরা সর্বকালের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও আল্লাহর প্রিয় বন্ধু হযরত মুহম্মদ (সাঃ) এর উম্মত ও অনুসারী। যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিশ্ব জাহান এবং মানব সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি তাঁর সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র মানব জাতিকেই। আর আমাদের এ শ্রেষ্ঠত্ব ধরে রাখার একমাত্র প্রথম এবং প্রধান উপায় হচ্ছে তৃণমূল থেকে শুরু করে মৃত্যুর পূর্ব-মুহূর্ত পর্যন্ত পবিত্র কুরআনকে সর্বোত্তম পন্থা এবং আল্লাহর রাসূলকে সর্বোত্তম আদর্শ হিসেবে মেনে নিয়ে জীবন পরিচালনা করা। মাঝে-মধ্যে কিছু বিস্ময় সৃষ্টি করে যখন দেখি কিছু মানুষ ইসলাম সম্পর্কে অল্প জ্ঞান নিয়ে অনেক বিস্তর ও অবিরাম তর্ক-বিতর্ক চালিয়ে যায়। তথাপি তার আলোচনা কতটুকু সত্য সে হয়তো নিজেও জানে না। তার এই না জানার প্রধান একটা কারণ হচ্ছেÑ একটা ছাত্র/ছাত্রী গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পূর্ব  পর্যন্ত তার প্রতিটা ধাপে যে পরিমাণ বাংলা, ইংরেজী সাহিত্য, ইতিহাস ও দর্শন নিয়ে পড়ার যে সময় ও সুযোগ পায় সেই পরিমাণ বললেও হয়তো ভুল হবে, তার কিঞ্চিত পরিমাণও হয়তো ইসলামী সাহিত্য পড়ার জন্য পায় না। সত্য ও সুন্দরের ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ ও সর্বোৎকৃষ্ট পন্থা/বিধান হলো। পবিত্র কুরআন। এই কুরআন এমনই এক পন্থা যাকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তথা সাড়া বিশ্বের সকল সমস্যার সমাধান ও সকল প্রকার উন্নয়ন সম্ভব। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই সত্য সুন্দর সর্বোত্তম পন্থাকেই পিছনে রেখে শিক্ষা ও সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আর সে জন্যই সভ্য ও সুশীল রাষ্ট্র ও জাতি গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। ইসলামিক প্রচলিত শিক্ষা ব্যবস্থাই আমাদেরকে সকল ন্যায়-নীতির ঊর্ধ্বে থেকে ইসলামের আলোকে আলোকিত জীবন গঠনের জন্য সাহায্য করতে পারে। আমরা সবাই জানি ইসলাম মানে শান্তি, আর সবাই চাইও শান্তিতে থাকতে। তবে আমরা কেন জেনেও না জানার মত হয়ে আছি? কেন আমরা শান্তির পথ ইসলামের দিকে যাচ্ছি না? যদি আমরা প্রত্যক্ষভাবে শান্তির পথ ইসলাম প্রতিষ্ঠিত করি তবেই না পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে এবং পুরোটা বিশ্বের মধ্যে শান্তি বজায় থাকবে! আর প্রত্যক্ষভাবে শান্তি প্রতিষ্ঠা করার প্রধান উপায়ই হচ্ছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা শিক্ষার প্রতিটি স্তরে অবশ্যই ইসলামকে রাখব। ইসলাম মানে শুধু মুসলিমের নয় ইসলাম মানে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, ইত্যাদি সকল ধর্মের শান্তির পথ বের করে দেয়ার জন্য। দেশজুড়ে যে পরিমাণ সহিংসতা চলছে তা কখনোই হতো না যদি না সবাই ইসলামের পূর্ণ অনুসারী হতো। আমি যদি কোনো বাসার ছাদে ওঠার জন্য কয়েকটি সিঁড়িতে পা দিয়ে আর না ওঠার চেষ্টা করি তবে যেমন সেই বাসার ছাদে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব নয় ঠিক তেমনিভাবে যদি আমি প্রতিটা ক্ষেত্রে ইসলামকে না মেনে চলি তবে আমার পক্ষেও পূর্ণভাবে জীবন গঠন কখনোই সম্ভব নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button