ফিলিস্তিনি শিশুদের প্রতি বেশি সহিংস ইসরাইল

Israelerআন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের প্রতি সহিংস আচরণ, এমনকি হত্যা পর্যন্ত করছে ইসরাইল। সাম্প্রতিক সংঘর্ষ পর্যবেক্ষণ করে এমন তথ্য জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা। চলতি মাসে বৃহস্পতিবার পর্যন্ত এ সহিংসতায় অন্তত ১০ শিশুকে হত্যা করেছে ইসরাইল। এদিকে, বৃহস্পতিবার ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী আরেক ফিলিস্তিনি তরুণ ও এক ইসরাইলি। সংবাদসূত্র : আল-জাজিরা
ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনাল (ডিসিআই) ফিলিস্তিনের অ্যাটর্নি ও ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার ব্রাড পার্কার বলেন, ‘ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ ক্রমশ বাড়িয়ে চলছে। তাদের নির্বিচার আক্রমণের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা।’ তাছাড়া জাতিসংঘের মানবতাবিষয়ক সমন্বয় বিভাগের তথ্যমতে, পশ্চিমতীর ও গাজায় গত ৬ থেকে ১২ অক্টোবরের মধ্যে ইসরাইলি বাহিনীর দ্বারা ২০১ ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
পার্কার বলেন, ‘অনেক বিশেষজ্ঞের গবেষণায় দেখা গেছে ফিলিস্তিনি শিশুরা বিষণ্নতা, উদ্বেগ, আঘাতপরবর্তী বিকলঙ্গতাসহ বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে।’ গত মাসে আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার পর থেকে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে আসছে ইসরাইলি সেনা ও অবৈধ বসতিতে বসবাসকারী ইহুদিরা।
চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৫২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিক্ষোভকারী শিশু, কিশোর ও তরুণদের ওপর অচেতন করা গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ও গোলাবারুদ ব্যবহার করছে ইসরাইলি সেনারা। অনেক ক্ষেত্রে শিশুদের হত্যার উদ্দেশে সরাসরি গুলিও করা হচ্ছে। রামাল্লাভিত্তিক মানবাধিকার সংস্থা আল-হকের গবেষণা ও অ্যাডভোকেসিবিষয়ক সমন্বয়ক মেনাসাবেলা বলেন, ইসরাইলের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এদিকে, বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। পুলিশের অভিযোগ, দুই সন্দেহভাজন ফিলিস্তিনি একটি স্কুলবাসে ওঠার চেষ্টা চালায়। তখন বাসস্ট্যান্ডে অবস্থানরত এক ইহুদি তাদের আটকাতে চাইলে তারা ওই ইহুদিকে ছুরি নিয়ে হামলা করতে উদ্যত হলে পুলিশ গুলি চালায়। এতে এক ফিলিস্তিনি নিহত হয়। অপর ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ফিলিস্তিনির বাড়ি দখলকৃত পশ্চিমতীরের হেবরনে। তাছাড়া, ভুল বোঝাবুঝির কারণে এক ইসরাইলিকে ফিলিস্তিনি ভেবে গুলি করে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। চলতি মাসে সহিংসতায় এ নিয়ে নয় ইসরাইলি নিহত হলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button