সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান কূটনীতিকরা

ECবাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান বিদেশি কূটনীতিকরা। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কূটনীতিকরা নির্বাচন কমিশনের (ইসি) সাথে এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন কমিশনও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে একমত পোষণ করেন। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাতিসঙ্ঘের আবাসিক প্রধান নীল ওয়াকার বলেন, আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে সব দেশের কাছে গ্রহণ যোগ্য করে তুলুক। এর জন্য সবধরনের কারিগরি সহায়তা দিতে আমরা কমিশনের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, উন্নয়ন সহযোগীরা সব সময় সহায়তা করে আসছে। আমাদের প্রয়োজনে আমরাও তাদের থেকে সহায়তা চাই। তিনি বলেন, তারা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও তাদের সাথে একমত পোষণ করেছি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ অন্য ১০টি দেশের কুটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়াও বৈঠকে জাতিসঙ্ঘ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button