রাশিয়া-ব্রিটেন কূটনৈতিক সম্পর্ক স্থগিত

Russiaসিরিয়া ও ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করলো ব্রিটেন। দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার ইয়াকোভেনকো এ খবর দিয়েছেন।
অ্যালেক্সান্ডার ইয়াকোভেনকো বলেছেন, সিরিয়া ও ইউক্রেন সংকটের কারণেই লন্ডন মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। কেবল দু-দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই পদক্ষেপের আওতামুক্ত থাকবেন। ব্রিটেন রুশ কূটনীতিকদের ভিসা না দেয়ায় লন্ডনে রুশ দূতাবাসের কর্মীর সংখ্যাও কমিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।
ব্রিটেনের এ পদক্ষেপের ফলে মস্কো-লন্ডন কূটনৈতিক যোগাযোগ ছাড়াও রাজনৈতিক সংলাপও বন্ধ হয়ে গেল। এ দিকে সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর অভিযানে নিয়োজিত রুশ জঙ্গি বিমানগুলো ব্রিটেনের পক্ষ থেকে বাঁধার সম্মুখীন হতে পারে বলে সম্প্রতি কয়েকটি সংবাদ প্রকাশে রাশিয়া এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া এ ব্যাপারে ব্রিটেনের কাছে ব্যাখ্যাও চেয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button