সেই ব্লগার বাদাউইকেই শান্তি পুরস্কার দিল ইইউ
ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে ১০ বছরের সাজা হওয়া সেই সৌদি ব্লগার রাইফ বাদাউই-কেই ইউরোপীয় পার্লামেন্ট ‘শাখারভ শান্তি পুরস্কার’ পেয়েছেন।
রাইফ বাদাউই যেন শাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্যে তাঁকে মুক্তি দেয়ার জন্য সৌদী বাদশাহ সালমানের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ।
ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে মিস্টার বাদাউইকে দশ বছরের জেল এবং এক হাজার দোররা মারার শাস্তি দেয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন তাদেরকে শাখারভ শান্তি পুরসাকর দেয়া হয়। সোভিয়েত বিজ্ঞানী এবং ভিন্নমতাবলম্বী আন্দ্রে শাখারভের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
রাইফ বাদাউই ‘ফ্রি সৌদি লিবারেলস’ বলে একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ২০১২ সালে তাকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সাজা দেয়া হয়।
ইতোমধ্যে এ বছরের জানুয়ারিতে তাঁকে ৫০টি দোররা মারা হয়েছে। কিন্তু বাকী দোররা মারা স্থগিত রাখা হয়।
গত জুনে সৌদি আরবের সুপ্রীম কোর্ট তাঁর বিরুদ্ধে সাজা বহাল রাখে।
রাইফ বাদাউইর কানাডা প্রবাসী স্ত্রী এনসাফ হায়দার বলেছেন, এই পুরস্কার তাদের কাছে আশা এবং সাহসের বার্তা বয়ে এনেছে।
আন্দ্রে শাখারভ পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নেলসন মানডেলা, অং সান সুচি এবং মালালা ইউসুফজাই। -বিবিসি বাংলা