ঢাকায় পাতালরেল প্রকল্প তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেলও নির্মিত হবে। পদ্মাসেতু প্রকল্পের মতো এটিও হবে একটি স্বপ্নের প্রকল্প। এতে করে বিদ্যমান যানজট অনেক কমে আসবে। এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তারও আশ্বাস পাওয়া গেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে পাতাল রেল নির্মাণ প্রকল্প তৈরির এ নির্দেশ দেন।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন। একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মোট ৬৩৮৭ কোটি টাকায় ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মোট ব্যয়ের সরকারি অর্থায়ন ৪১৯৭ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে ২১৬৫ কোটি টাকার যোগান দেয়া হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, পাতালরেল নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুব শিগগির সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা চালানো হবে এবং এর ভিত্তিতে তৈরি হবে প্রকল্পটি।
মন্ত্রী বলেন, চলমান মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল প্রকল্পও চলবে। এছাড়া, রাজধানীর চলমান যোগাযোগ ব্যবস্থাও চালু থাকবে।
পাতালরেল প্রকল্পের অর্থায়ন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।