মিসরে ২ শতাধিক যাত্রীসহ রুশ বিমান বিধ্বস্ত
রাশিয়ার একটি বিমান ২ শতাধিক যাত্রীসহ মিসরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়েছে। মিসরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইলের দফতর এটি নিশ্চিত করেছে। বিমানটিতে ২ শতাধিক আরোহী ছিলেন। এদের মধ্যে বেশিরভাগ যাত্রীই রাশিয়ার পর্যটক।
মিসরের পর্যটন নগরী শার্ম-আস-শেইখ থেকে রাশিয়া যাওয়ার পথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। কিন্তু এয়ারবাস এ-৩২১’এর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে প্রথমে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে।
স্কাই নিউজ আরাবিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু আরটি, রিয়া নোভোস্তিসহ রুশ সংবাদ মিডিয়ার খবরে বলা হয়েছিল মিসরের রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়ে গেছে।
অবশ্য মিশরের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া বিবৃতিতে সব জল্পনা-কল্পনার অবসান ঘটে।
এতে বলা হয়, সিনাই উপদ্বীপের কেন্দ্রস্থলে রুশ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।