দুজনকে দেখে দুজনই হতভম্ব
একজন জমজ ভাই বা বোন থাকলে অখুশি হতেন এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু জমজ না হয়েও হুবহু আপনার মতই দেখতে একজন অপরিচিত মানুষকে যদি বিমানে সহযাত্রী হিসেবে দেখেন তাহলে আপনি কি করবেন? এমন ঘটনাই লন্ডনের একটি বিমানে দু’জন মানুষের ক্ষেত্রে ঘটেছে। মুখভর্তি বাদামি দাঁড়ির একজন লোক বিমানে তার নির্ধারিত আসনে বসতে গিয়ে দেখেন পাশের আসনে হুবহু তার মতই চেহারার আরেকজন বসে আছেন। এক অপরকে দেখে উভয়ই হতভম্ভ। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দু’জনই হাসি-আনন্দে, খোশগল্পে মেতে উঠেন এবং একফাঁকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তাদের বন্ধুরাও ছবিটিতে লাইক, মন্তব্য করে তাদের বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন। বিজ্ঞানীরা বলছেন, হুবহু একই চেহারার অনাত্মীয় মানুষ থাকা অসম্ভব নয়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিশেষজ্ঞ দানিয়েল পডিনি বলেন, ‘মানবদেহের জিনগুলো এলোমেলোভাবে সাজানো তাই দেখা যায় আমাদের মধ্যে কিছু মানুষ দেখতে একই রকম হয়।