যুক্তরাষ্ট্রে বৈষ্যমের শিকার ২ মুসলমান : আড়াই লাখ ডলার ক্ষতিপূরণ
যুক্তরাষ্ট্রের একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন আহাদ আব্বাস মোহাম্মদ ও আবদিকরিম হাসান বুলশালে। ধর্মীয় অনুভূতির কারণে নিজেদের গাড়িতে একদিন মদ ডেলিভারি করতে অস্বীকৃতি জানায় তারা। এরপর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ওই মুসলমান ড্রাইভারকে চাকরিচ্যুত করা হয়।
২০০৯ সালের এই ঘটনার ছয় বছর পর আহাদ আব্বাস মোহাম্মদ ও আবদিকরিম হাসান বুলশালকে দুই লাখ ৪০ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ওই প্রতিষ্ঠানটি।
ইউএস ইক্যুয়াল ইমপ্লয়মেন্ট অপারচুনিটি কমিশন ২০১৩ সালে একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, মরটন ভিত্তিক প্রতিষ্ঠান স্টার ট্রান্সপোর্ট ২০০৯ সালে আহাদ আব্বাস মোহাম্মদ ও আবদিকরিম হাসান বুলশাল নামে দুই কর্মচারীকে চাকরিচ্যুত করে। ইসলাম ধর্মে মদ হারাম বলে ওই দুই ড্রাইভার বিয়ার-বাহী গাড়ি চালাতে অস্বীকৃতি জানায়।
হেডস্কার্ফ পড়ায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার হয়েছিলেন সামান্থা এলাউফ। ক্ষতিপূরণ দেয়া হয়েছে তাকেও
মামলায় আরো বলা হয়, এরপর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
কমিশনের একজন অ্যাটর্নি জুন কাহোন এক বিবৃতিতে জানান, ওই দুই মুসলমান কর্মচারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই রায়ের মাধ্যমে জুরি প্রতিষ্ঠানটিকে এই বার্তা দিলো যে, অন্য কারো সাথে তারা যেন এ ধরণের আচরণ করার স্পর্ধা না দেখায়।