জালালাবাদ গ্যাস ফিল্ডের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

সিলেট শহরতলীর লাক্কাতুড়াস্থ জালালাবাদ গ্যাস ফিল্ডের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে গ্যাস ফিল্ডের জেবি-৬ প্যাড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। এতে করে এ গ্যাসক্ষেত্র থেকে আরো ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলো।
গ্যাস প্লান্টের সুপারিন্টেনডেন্ট চৌধুরী হাফিজ রুমেল কেক কেটে গ্যাস উত্তোলনের আনুষ্ঠানিক ক্ষণ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে নভরাজ কান্ডোলা, সাহিদ সিদ্দিকি, নাজমুল কায়সার, জেমস কেনন, মতিউস সামাদ চৌধুরী, জুলফিকার আহমদ চৌধুরী, কেএম রাজিউল হাসান, এমএ রকিব, সলিল বরন দাস, খুরশেদ আরেফিন, ফরিদ আহমদ, মাসুদ রানা, রনি কুমার দে, আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমদ, পারভেজ কামাল পাশা, ইমতিয়াজ আহমদ ও বদরুদ্দোজা বদর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button