২৪ ঘণ্টার মধ্যে ঐশীকে জেলে পাঠানোর লিগ্যাল নোটিশ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঐশীকে গাজীপুরের শিশু সংশোধনাগার থেকে জেলে পাঠানোর লিগ্যাল নোটিশ পাঠানোর দাবী জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন মহানগর ঢাকা, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলার তদন্ত কর্মকর্তা, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ঢাকা মহাগর পুলিশ, স্বরাষ্ট্র সচিব, ডিসিডিবি, জাতীয় শিশু সংশোধনাগার গাজীপুর কর্তৃপক্ষ বরাবরে ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঐশীকে জেলে প্রেরণের দাবী জানানো হয়। নোটিশের যুক্তিতে বলা হয়, ঐশী এখন প্রাপ্ত বয়স্কা একজন নারী। কাজেই তাকে শিশু সংশোধনাগারে না রেখে সরাসরি জেলে পাঠানো করা হোক। এতে আরো বলা হয়, ঐশী ১৯৯৪ সালের আগষ্ট মাসের ১৭ তারিখে খুলনার মিশু কিনিকে জন্ম নেয়। এ হিসাবে তার বয়স এখন ১৯ বছর ১১ দিন। কাজেই তাকে সরাসরি জেলে রেখে সাজা দেয়ার ব্যাবস্থা করা হোক। সংবিধানের ১০২ ধারা অনুযায়ী ঐশী এখন শিশু নয় বলে দাবী জানানো হয় নোটিশে।