সৌদি দূতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতা : সিলেটের জন্মান্ধ হাফিজ কলিম সিদ্দিকী দেশ সেরা
গত ২৮ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সৌদি দূতাবাসের রিলিজিয়াস এটাসে অফিস আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি রাষ্ট্রদূত হাজ্জাজ আল মুতাইরি।
হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘ক ও খ’ এ দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। সিলেট জামিয়া মাসুমিয়া ইসলামীয়া মাছিমপুর মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী ছাত্র জন্মান্ধ হাফিজ কলিম সিদ্দিকী খ গ্রুপে অংশ নিয়ে ১ম স্থান অধিকার করে। কলিম ছাতক উপজেলার ছনবাড়ী বাজার গ্রামের মোঃ জমির আলীর ২য় পুত্র। সে এ সাফল্যের জন্য সকলের দোয়াপ্রার্থী।
উল্লেখ্য, সৌদি আরব আল কুরআনের প্রচার প্রসারের জন্য প্রতি বছর লাখ লাখ কপি কুরআন ছাপা ও বিশ্বব্যাপী বিতরণ করে থাকে। পাশাপাশি হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে যাতে বাংলাদেশের হাফিজগণ অংশগ্রহণ করে সাফল্যের সাক্ষর রেখে আসছেন। বিজ্ঞপ্তি