সিনাই এড়িয়ে যাচ্ছে ইউরোপের বিমান সংস্থাগুলো
মিসরে গত শনিবার ২২৪ আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর ইউরোপের দুটি বৃহৎ বিমান পরিবহন সংস্থা সিনাই অঞ্চল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসা এবং ফরাসি সংস্থা এয়ার ফ্রেন্স ক্লেম সিনাই অঞ্চলের ওপর দিয়ে কোনো বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে গত শনিবার সংস্থা দুটোর মুখপাত্র জানিয়েছেন।
লুফথানসা’র এক মুখপাত্র বলেছেন,‘আমরা পরিস্থিতির কারণে ওই এলাকা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি। রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা এ সিদ্ধান্তে অটল থাকব।’ প্রতিদিন এই সংস্থাটির কমপক্ষে ১০টি ফ্লাইট সিনাই উপত্যকা অতিক্রম করে থাকে।
গত শনিবার একই সিদ্ধান্ত নিয়েছে ফরাসি বিমান পরিবহন সংস্থা এয়ার ফ্রেন্সও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সতর্কতা হিসেবে তাদের বিমানগুলো সিনাই জোন এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গত শনিবার সিনাই প্রদেশে বিধ্বস্ত রুশ বিমানটিকে ভূপাতিত করার দাবি করার পরই ইউরোপের বৃহৎ বিমান পরিবহন সংস্থা দুটি এ সিদ্ধান্ত নিলো। যদিও রাশিয়া ও মিসর আইএসের ওই দাবি প্রত্যাখ্যান করেছে। মিসর বলছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই রুশ বিমানটি বিধ্বস্ত হয়েছে।